প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে ৬৭টি পিটিআইতে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ১০ মাস মেয়াদি বিটিপিটি প্রশিক্ষণ কার্যক্রম চলছে। শিক্ষকদের এই ১০ মাস মেয়াদি বিটিপিটি প্রশিক্ষণ কার্যক্রম ছাড়াও যাতে তাদের পৌনঃপুনিক চাকুরীকালীন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তোলা যায়, সে লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নানাবিধ সহায়তা দানের উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে একটি রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা এর মধ্যে অন্যতম। বস্তুতঃপক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে পেশাগত দক্ষতার উৎকর্ষ সাধন তথা শ্রেণিকক্ষের দৈনন্দিন শিখন-শেখানো প্রক্রিয়ায় কৌশল বৃদ্ধিই উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) স্থাপনের মূল উদ্দেশ্য এবং এটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার এক নূতন অবকাঠামোগত সংযোজন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রথম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (১৯৯৭-২০০৩) এর আওতায় আইডিয়াল ও নরওয়ে সাহায্যপুষ্ট প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক প্রকল্প দু’টির অর্থায়নে পর্যায়ক্রমে দেশের ৪৮১টি থানা/উপজেলায় উপজেলা রিসোর্স সেন্টার স্থাপিত হয়। সেই ধারাবাহিকতায় ২০০৩ সালে ঘাটাইল, টাঙ্গাইল ইউআরসি প্রতিষ্ঠিত হয়। পরবর্তিতে ২০০৫খ্রি. সালে বাংলাদেশ সরকার দেশের ৫০৫ টি থানা/উপজেলা উপজেলা রিসোর্স সেন্টার রাজস্ব বাজেটের আওতাভূক্ত করেন। বতর্মানে ইউআরসি গুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর অধীনস্থ প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করে তোলার একটি অপরিহার্য প্রতিষ্ঠান।
উপজেলা রিসোর্স সেন্টার ঘাটাইল, টাঙ্গাইল সম্পূর্ন নতুন একটি সরকারী প্রতিষ্ঠান। ২০০৫-২০০৬খ্রি. অর্থবছর ঘাটাইল উপজেলা ঘাটাইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উপজেলা রির্সোস সেন্টার ভবনটি নির্মান করা হয় এবং এই প্রতিষ্ঠান তার প্রাথমিক কার্যক্রম শুরু করে। উপজেলা রিসোর্স সেন্টার মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান। এটি মূলত উপজেলা শিক্ষা অফিস এর সাথে সমন্বয় করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে সার্বিক সহযোগিতা করে থাকে। বিদ্যালয় পরিদর্শন, পরিদর্শন পরবর্তী তথ্যসমূহ যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ইত্যাদি এ প্রতিষ্ঠানের অন্যতম প্রধান কর্মকান্ডের মধ্যে পড়ে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস